Friday, February 19, 2016

ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণ চালু

ইউসি মোবাইল ব্রাউজারে বাংলা ভাষায় ওয়েব ব্রাউজিংয়ের সুবিধা চালু করল ইউসি ওয়েব। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, বাংলাদেশিদের জন্য এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপহার।  আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্রাউজারটির বাংলা সংস্করণ উদ্বোধন করে চীনের আলীবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানটি। তাদের দাবি, থার্ড পার্টি মোবাইল ব্রাউজার হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্রাউজার এটি।
সংবাদ সম্মেলনে ইউসি ওয়েব এর ইমার্জিং মার্কেট বিষয়ক বিপণন ব্যবস্থাপক ক্যাথরিন হং ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণ চালু করে বলেন, বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারী বাড়ছে। স্মার্টফোনে ব্রাউজার হিসেবে ইউসি ব্রাউজার ব্যবহার করছে অধিকাংশ বাংলাদেশি। গবেষণায় দেখা গেছে, তাঁরা বাংলা ভাষায় ব্রাউজার ব্যবহারে স্বচ্ছন্দ। এ কারণে ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণ চালু করা হয়।
ক্যাথরিন আরও বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো বাংলায় পরীক্ষামূলকভাবে মোবাইল ব্রাউজার চালু করে ইউসি ওয়েব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপহার হিসেবে বাংলাদেশিদের জন্য ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণ চালু করা হল। এ দেশের ব্যবহারকারীদের চাহিদা ও পছন্দের বিষয়টি মাথায় রেখে নতুন সেবাটি চালু করেছে ইউসি ব্রাউজার।


 একটি জরিপে তথ্য উল্লেখ করে ইউসি ওয়েবের বিপণন ব্যবস্থাপক বলেন, ইন্টারফেস হিসেবে প্রথম ভাষা ব্যবহারকারীদের মোট জনসংখ্যার ৯৮ শতাংশের মধ্যে ৩৭ শতাংশ ব্যবহারকারী বাংলা ভাষা পছন্দ করেন।
অনুষ্ঠানে ইউসি ওয়েব আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ওকেনিইয়ে বলেন, ‘বিশ্বের ৪টি বিকাশমান বাজার চীন, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে ইউসি ব্রাউজার শীর্ষস্থানে রয়েছে। বাংলাদেশেও এর জনপ্রিয়তা বাড়ছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে অতিগুরুত্বপূর্ণ একটি বাজার হিসেবে দেখছে আলীবাবা গ্রুপ।

No comments:

Post a Comment