বাংলাদেশে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারকারী বাড়ার হার দেখে এ দেশে
ই-কমার্স ব্যবসা প্রসারে আগ্রহী হয়ে উঠছে চীনের আলীবাবা গ্রুপ। বর্তমানে এ
বিষয়টি তারা গবেষণা চালাচ্ছেন। আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ
সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিষ্ঠানটির
অঙ্গপ্রতিষ্ঠান ইউসি ওয়েবের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনা
পরিচালক ওকেনিইয়ে।
ইউসি মোবাইল ব্রাউজারে বাংলা ভাষায় ওয়েব
ব্রাউজিংয়ের সুবিধা চালু করার ঘোষণা দিতে আজ বৃহস্পতিবার এক সংবাদ
সম্মেলনের আয়োজন করে ইউসি ওয়েব।
ইউসি ওয়েব এর ইমার্জিং মার্কেট বিষয়ক
বিপণন ব্যবস্থাপক ক্যাথরিন হং বলেন, বাংলাদেশের বাজারে ইউসি ব্রাউজারকে
সূচনা হিসেবে দেখছে। বাংলাদেশে বাজার সম্ভাবনা যাচাইয়ের পর শিগগিরই আলীবাবা
গ্রুপের বিভিন্ন সেবা চালু করা হতে পারে।
ক্যাথরিন আরও বলেন, ২০১৫
সালের ডিসেম্বরে প্রথমবারের মতো বাংলায় পরীক্ষামূলকভাবে মোবাইল ব্রাউজার
চালু করে ইউসি ওয়েব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপহার হিসেবে
বাংলাদেশিদের জন্য ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণ চালু করা হল। এ দেশের
ব্যবহারকারীদের চাহিদা ও পছন্দের বিষয়টি মাথায় রেখে নতুন সেবাটি চালু করেছে
ইউসি ব্রাউজার।
একটি জরিপে তথ্য উল্লেখ করে ইউসি ওয়েবের বিপণন ব্যবস্থাপক বলেন,
ইন্টারফেস হিসেবে প্রথম ভাষা ব্যবহারকারীদের মোট জনসংখ্যার ৯৮ শতাংশের
মধ্যে ৩৭ শতাংশ ব্যবহারকারী বাংলা ভাষা পছন্দ করেন।
Friday, February 19, 2016
ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণ চালু
ইউসি মোবাইল ব্রাউজারে বাংলা ভাষায় ওয়েব ব্রাউজিংয়ের সুবিধা চালু করল
ইউসি ওয়েব। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, বাংলাদেশিদের জন্য এটি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপহার।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্রাউজারটির বাংলা সংস্করণ উদ্বোধন
করে চীনের আলীবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানটি। তাদের দাবি, থার্ড পার্টি
মোবাইল ব্রাউজার হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্রাউজার এটি।
সংবাদ সম্মেলনে ইউসি ওয়েব এর ইমার্জিং মার্কেট বিষয়ক বিপণন ব্যবস্থাপক ক্যাথরিন হং ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণ চালু করে বলেন, বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারী বাড়ছে। স্মার্টফোনে ব্রাউজার হিসেবে ইউসি ব্রাউজার ব্যবহার করছে অধিকাংশ বাংলাদেশি। গবেষণায় দেখা গেছে, তাঁরা বাংলা ভাষায় ব্রাউজার ব্যবহারে স্বচ্ছন্দ। এ কারণে ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণ চালু করা হয়।
ক্যাথরিন আরও বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো বাংলায় পরীক্ষামূলকভাবে মোবাইল ব্রাউজার চালু করে ইউসি ওয়েব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপহার হিসেবে বাংলাদেশিদের জন্য ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণ চালু করা হল। এ দেশের ব্যবহারকারীদের চাহিদা ও পছন্দের বিষয়টি মাথায় রেখে নতুন সেবাটি চালু করেছে ইউসি ব্রাউজার।
সংবাদ সম্মেলনে ইউসি ওয়েব এর ইমার্জিং মার্কেট বিষয়ক বিপণন ব্যবস্থাপক ক্যাথরিন হং ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণ চালু করে বলেন, বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারী বাড়ছে। স্মার্টফোনে ব্রাউজার হিসেবে ইউসি ব্রাউজার ব্যবহার করছে অধিকাংশ বাংলাদেশি। গবেষণায় দেখা গেছে, তাঁরা বাংলা ভাষায় ব্রাউজার ব্যবহারে স্বচ্ছন্দ। এ কারণে ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণ চালু করা হয়।
ক্যাথরিন আরও বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো বাংলায় পরীক্ষামূলকভাবে মোবাইল ব্রাউজার চালু করে ইউসি ওয়েব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপহার হিসেবে বাংলাদেশিদের জন্য ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণ চালু করা হল। এ দেশের ব্যবহারকারীদের চাহিদা ও পছন্দের বিষয়টি মাথায় রেখে নতুন সেবাটি চালু করেছে ইউসি ব্রাউজার।
একটি জরিপে তথ্য উল্লেখ করে ইউসি ওয়েবের বিপণন ব্যবস্থাপক বলেন, ইন্টারফেস
হিসেবে প্রথম ভাষা ব্যবহারকারীদের মোট জনসংখ্যার ৯৮ শতাংশের মধ্যে ৩৭ শতাংশ
ব্যবহারকারী বাংলা ভাষা পছন্দ করেন।
অনুষ্ঠানে ইউসি ওয়েব আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ওকেনিইয়ে বলেন, ‘বিশ্বের ৪টি বিকাশমান বাজার চীন, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে ইউসি ব্রাউজার শীর্ষস্থানে রয়েছে। বাংলাদেশেও এর জনপ্রিয়তা বাড়ছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে অতিগুরুত্বপূর্ণ একটি বাজার হিসেবে দেখছে আলীবাবা গ্রুপ।
অনুষ্ঠানে ইউসি ওয়েব আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ওকেনিইয়ে বলেন, ‘বিশ্বের ৪টি বিকাশমান বাজার চীন, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে ইউসি ব্রাউজার শীর্ষস্থানে রয়েছে। বাংলাদেশেও এর জনপ্রিয়তা বাড়ছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে অতিগুরুত্বপূর্ণ একটি বাজার হিসেবে দেখছে আলীবাবা গ্রুপ।
Monday, February 15, 2016
২৫ টাকার মাসিক কিস্তিতে স্মার্টফোন
মাসিক ২৫ থেকে ৩০ টাকা কিস্তিতে গ্রামের তৃণমূল মানুষকে স্মার্টফোন দেওয়ার
কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সচিবালয়ে আজ
বৃহস্পতিবার টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) ওয়েবসাইট
উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, গ্রামের কৃষক-মজুরদের মতো তৃণমূল পর্যায়ের মানুষের হাতে স্বল্পমূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে এরিকসন ও ওয়ালটনের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা আমাকে বলেছে, এক হাজার ৫০০ টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে স্মার্টফোন তুলে দেওয়া সম্ভব।
তবে কিস্তিতে কোত্থেকে কীভাবে এই স্মার্টফোন কেনা যাবে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ওয়েবসাইটের বিষয়ে তারানা হালিম বলেন, টেলিযোগাযোগ খাতের হালনাগাদ তথ্য প্রাপ্তিতে এই ওয়েবসাইট সহায়তা করবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতে বিশ্বাস করে। এটি করতে এই ওয়েবসাইট সহায়তা করবে।
অনুষ্ঠানে টিআরএনবির পক্ষ থেকে জানানো হয়, এই ওয়েবসাইটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) এ খাতের সরকারি অন্যান্য লিংকগুলো দেওয়া থাকবে। এ সংক্রান্ত বিভিন্ন প্রবন্ধ থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, গ্রামের কৃষক-মজুরদের মতো তৃণমূল পর্যায়ের মানুষের হাতে স্বল্পমূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে এরিকসন ও ওয়ালটনের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা আমাকে বলেছে, এক হাজার ৫০০ টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে স্মার্টফোন তুলে দেওয়া সম্ভব।
তবে কিস্তিতে কোত্থেকে কীভাবে এই স্মার্টফোন কেনা যাবে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ওয়েবসাইটের বিষয়ে তারানা হালিম বলেন, টেলিযোগাযোগ খাতের হালনাগাদ তথ্য প্রাপ্তিতে এই ওয়েবসাইট সহায়তা করবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতে বিশ্বাস করে। এটি করতে এই ওয়েবসাইট সহায়তা করবে।
অনুষ্ঠানে টিআরএনবির পক্ষ থেকে জানানো হয়, এই ওয়েবসাইটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) এ খাতের সরকারি অন্যান্য লিংকগুলো দেওয়া থাকবে। এ সংক্রান্ত বিভিন্ন প্রবন্ধ থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
একই তারে দুধরনের স্মার্টফোনে চার্জ
প্রোলিংকের তৈরি ‘পিইউসি ৫০০’ মডেলের ডেটা কেব্ল দিয়ে অ্যাপল আইফোন কিংবা
অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন, দুটোতেই চার্জ দেওয়া যাবে। শুধু প্রয়োজন
অনুযায়ী তারের মাথাটি পালটে নিতে হবে। জট পাকিয়ে যাতে না যায়, সেভাবেই তৈরি
করা হয়েছে এটি। ডেটা কেব্লটি পাওয়া যাবে সাদা, কালো, নীল, সবুজ, হলুদ ও
গোলাপি—এই ছয় রঙে। এক মিটার তার যুক্ত ডেটা কেব্লটি বাজারে এনেছে কম্পিউটার
সোর্স লিমিটেড। দাম ৬০০ টাকা।
এইচপির ব্র্যান্ড পিসি বাজারে
এইচপি প্রো ডেস্ক ৪০০ জি৩ এমটি মডেলের একটি ব্র্যান্ড পিসি বাজারে এনেছে
প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি)।
ইনটেল কোর আই থ্রি ৬১০০ মডেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসরযুক্ত এই পিসিতে রয়েছে ইনটেল এইচ ১১০ চিপসেট, ৪ জিবি ডিডিআরফোর র্যাম, ৫০০ জিবি সাটা হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, এইচডি ৫৩০ মডেলের গ্রাফিকস কার্ড, সাড়ে ১৮ ইঞ্চি মাপের এলইডি মনিটর, এইচপি ইউএসবি অপটিক্যাল মাউস, এইচপি ইউএসবি কিবোর্ড ও ইন্টারনাল স্পিকার। এইচপির এই পিসির সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠানটি। পিসির দাম ৪০ হাজার টাকা। বিজ্ঞপ্তি।
ইনটেল কোর আই থ্রি ৬১০০ মডেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসরযুক্ত এই পিসিতে রয়েছে ইনটেল এইচ ১১০ চিপসেট, ৪ জিবি ডিডিআরফোর র্যাম, ৫০০ জিবি সাটা হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, এইচডি ৫৩০ মডেলের গ্রাফিকস কার্ড, সাড়ে ১৮ ইঞ্চি মাপের এলইডি মনিটর, এইচপি ইউএসবি অপটিক্যাল মাউস, এইচপি ইউএসবি কিবোর্ড ও ইন্টারনাল স্পিকার। এইচপির এই পিসির সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠানটি। পিসির দাম ৪০ হাজার টাকা। বিজ্ঞপ্তি।
Subscribe to:
Posts (Atom)